Saturday, 15 July 2023

WHAT IS THE UNIFORM CIVIL CODE

 [6:06 PM, 7/14/2023] Gulzar Ali Misbahi: ইউনিফর্ম সিভিল কোড -এর ভয়াবহতা:

    ✍️ গুলজার আলী মিসবাহী


      সংসদের বাদল অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের খসড়া পেশ করতে চলেছে কেন্দ্র। এই জুলাই মাসেই শুরু হচ্ছে বাদল অধিবেশন। এই অধিবেশনেই Uniform Civil Code (এক দেশ এক আইন) পেশ করা হবে।

     প্রকাশ থাকে যে, ভারতের সংবিধান প্রত্যেক ধর্মকেই তাদের পার্সোনাল কিছু অধিকার দিয়েছে। যা তারা নিজেদের ধর্ম অনুযায়ী পালন করতে পারে। যেমন- বিবাহ, তালাক, পর্দা সম্পর্কিত বিধান ইত্যাদি। 

    কিন্তু মোদী সরকার মুসলিমদের বিশেষ কিছু ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার জন্য এই বিল নিয়ে আসতে চায়। এই বিল পাস হলে মুসলমানদের যা ক্ষতি হবে তা নিম্নরূপ:

      1️⃣ মুসলমানদের একসাথে একাধিক বিবাহ করার অধিকার আছে। কিন্তু মোদী সরকার এই অধিকার কেড়ে নিয়ে শুধুমাত্র একটি বিবাহ করার আইন নিয়ে আসতে চায়।

      2️⃣ তালাক দেওয়ার অধিকার ইসলাম ধর্ম শুধু মাত্র স্বামীকে দিয়েছে। কিন্তু মোদী সরকার স্বামীর ন্যায় স্ত্রীকেও ঠিক একই ভাবে তালাক দেওয়ার অধিকার দিতে চায়। যা সরাসরি ক্বোরআন ও হাদীসের প্রতি হামলা।

      3️⃣ তালাক প্রাপ্তা মহিলা নির্ধারিত ইদ্দত পালন না করলে তার পক্ষে অন্য কাউকে বিবাহ করা হারাম। ইদ্দত চলা কালীন বিয়ে করলে বিবাহ হবে না বরং সারাজীবন যেনা-ব্যভিচার হবে। এই বাতিল বিবাহের কারণে যত সন্তান জন্ম নিবে সব জারজ হবে। মোদী সরকার এই ইসলামী আইনকে শেষ করে তালাক প্রাপ্তা মহিলাকে তালাকের পরে পরেই বিবাহ করার অনুমতি দিতে চায়। যেন ইসলামী বিধান মতে মুসলমানদের কিছু সন্তান হালালী নয় বরং হারামী হয়।

     4️⃣ ইসলামী আইনে ভাই বোনের অংশ ভিন্ন বর্ণনা করা হয়েছে। বোনকে ভাইয়ের অর্ধেক সম্পত্তি দেয়া হয়। কিন্তু মোদী সরকার UCC এর মাধ্যমে বোনকে ভাইয়ের সমান সম্পতি দেওয়ার আইন নিয়ে আসতে চায়।

     5️⃣ কে, কয়জন সন্তান নিবে এ প্রসঙ্গে বর্তমানে কোন নির্ধারিত আইন নেই। কিন্তু মোদী সরকার ভারতবাসীদের কর্ম দিতে অক্ষম হওয়ায়, নিজের দূর্নীতি লুকোনোর জন্য নির্ধারিত সন্তান এর অতিরিক্ত সন্তান জন্ম না দেয়ার আইন নিয়ে আসতে চায়।

    6️⃣ কোন মুসলিম ছেলে বা মেয়ে নিজের ধর্ম পরিবর্তন করলে (আল্লাহ এ থেকে বাঁচান) ইসলামী বিধান মতে সে নিজের পিতা-মাতার সম্পতি নেয়ার অধিকার রাখে না। কিন্তু মোদী সরকার এতেও অধিকার দিতে চায়। যা সরাসরি মুসলিম পার্সোনাল ল - এর প্রতি হামলা।

    7️⃣ বর্তমান আইন অনুযায়ী যে কোন ধর্মে বিবাহ রেজিস্ট্রেশন করা জরুরী নয়। তবে করে রাখা ভালো। কিন্তু মোদী সরকার UCC এর মাধ্যমে বিবাহ রেজিস্ট্রেশন কে বাধ্যতামূলক করতে চায়। অন্যথায় সে ভারতীয় নাগরিক হওয়ার কারণে যে সমস্ত সুবিধা পায় তা থেকে বঞ্চিত করে দেয়া হবে।

    8️⃣ স্বামী যদি স্ত্রীকে তিন তালাক দেয় (সেটা এক সাথে হোক বা কয়েকবারে) তাহলে ইসলামী বিধান মতে হালালা ব্যতিরেকে সেই স্ত্রী পুণরায় পুর্বের স্বামীকে বিবাহ করতে পারবে না। বিবাহ করলে বিবাহ সঠিক হবে না। কিন্তু মোদী সরকার এই হালালা বিধান কে শেষ করে সাধারণ ভাবে বিবাহ করার আইন নিয়ে আসতে চায়। 

    9️⃣ ভারতের বর্তমান আইন অনুযায়ী একজন ছেলে কোন মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হলে এক সাথে (যৌন সম্পর্ক সহ) থাকতে পারবে না। কিন্তু মোদী সরকার UCC এর মাধ্যমে বিবাহ ছাড়াই এই সম্পর্ক রাখার অনুমতি দিতে চায়। যা ইসলাম ধর্মের মত অনান্য সমস্ত ধর্মেও একটি জঘন্যতম কর্ম এবং বিশাল বড় অপরাধ। 

    মোদী সরকার বিশেষ করে মুসলমানদের পার্সোনাল ল- কে ধংস করার জন্য এ ছাড়া আরও কিছু বিল নিয়ে আসতে চায়।

     মোদী এ সমস্ত বিল কেন নিয়ে আসতে চায়? 

     সামনে ২০২৪ এ লোকসভা নির্বাচন। এই নির্বাচনে জয় লাভ করার জন্য মোদী সরকারের নিকটে কোন ইস্যু নেই। ফলে মুসলমানদের ধর্মীয় অধিকারের উপরে হামলা করে হিন্দু মুসলমান করে হিন্দুদের ভোট একজোট করতে চায়।

     আমরা ভারতীয় মুসলিম। ভারতের সংবিধান আমাদের যা অধিকার দিয়েছে, তা নিয়েই আমরা আমাদের জীবন অতিবাহিত করতে চাই। মোদী সরকারের মুসলিম পার্সোনাল ল -এর উপর হামলা করার জন্য, মুসলিম বিরোধী আইন রুখতে আমাদের কর্তব্য হলে যে, উক্ত আইনের তীব্র নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে নিজের অভিযোগ দায়ের করা। অন্যথায় এ বিল পাস হয়ে গেলে আমাদের এবং আমাদের নতুন প্রজন্মের ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকা বড়ই দুষ্কর হয়ে পড়বে। 

     এর জন্য এদারায়ে শারঈয়াহ বিহার (যা ভারতের একটি ইসলামী কেন্দ্রীয় সংস্থা) এ বিলের বিরোধিতা করার জন্য একটি লিংক তৈরি করেছে। যে লিংকে আবেদন করলে সেই আবেদনটি সরাসরি ভারতীয় সরকারের নিকটে পৌঁছাবে। এবং বিশেষ করে মুসলিম বিরোধী UCC আইন পাস না হওয়ার জন্য যথাযথ সহযোগী হিসেবে পরিণত হবে। নিচে লিংক দেয়া আছে আপনি নিজেও ফিলাপ করুন অন্যকেও ফিলাপ করতে বলুন। এবং এই পোষ্টটি বেশি বেশি করে শেয়ার করুন। আল্লাহ হাফিয।

https://www.edara-e-sharia.com

[6:08 PM, 7/14/2023] Gulzar Ali Misbahi: এটার শেষ সময়:  আগামী কাল(15/7/23) শনিবার বৈকাল চার(৪) টা।

   ফলে যারা এখনো এই ফর্ম ফিলাপ করেননি, খুব শীঘ্রই করে নিন। 

   মনে রাখবেন! এটা আপনার এবং আপনার ধর্মের বিষয়। এ বিল পাস হয়ে গেলে আপনারই অসুবিধা হবে।

No comments:

Post a Comment

Jamia Gausia Razvia Biding

مسلک اعلیٰ حضرت زندہ باد